78
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের প্লে-অফ পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়াও সেরা ছয়ে স্থান পেয়েছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি। যে হেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি:
- নকআউট ১: ২৯ মার্চ – বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি
- নকআউট ২: ৩০ মার্চ – নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি
সেমিফাইনাল:
- প্রথম লেগ:
- ২ এপ্রিল – এফসি গোয়া বনাম নকআউট ১-এর বিজয়ী দল
- ৩ এপ্রিল – মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নকআউট ২-এর বিজয়ী দল
- দ্বিতীয় লেগ:
- ৬ এপ্রিল – নকআউট ১-এর বিজয়ী দল বনাম এফসি গোয়া
- ৭ এপ্রিল – নকআউট ২-এর বিজয়ী দল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
ফাইনাল:
- ১২ এপ্রিল – সেমিফাইনাল বিজয়ী দুই দলের মধ্যে
সমস্ত ম্যাচ সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে।