চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

আসন্ন আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না মহম্মদ শামি। বৃহস্পতিবার সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে প্রকাশ, পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন গুজরাত টাইটান্সের এই নির্ভরযোগ্য বোলার।

জানা গিয়েছে, শামির বাঁ পায়ের গোড়ালিতে আগে থেকেই চোট ছিল। সেটা অস্ত্রোপচার করাতেই লন্ডন যাবেন তিনি। সেকারণে তিনি এ বারের আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, এই চোট সারাতে গত জানুয়ারি মাসেও লন্ডনে গিয়েছিলেন শামি। তাঁকে একটি বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয় সেবার। বলা হয়েছিল, সপ্তাহ তিনেক বাদে দৌড়াতে পারবেন। কিন্তু সেই ইঞ্জেকশন না কি ঠিকঠাক কাজ করেনি। তাই আবারও তাঁকে লন্ডন যেতে হচ্ছে।

এটা গুজরাত টাইটান্স দলের কাছে যে একটা বড়সড় ধাক্কা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না।

Related posts

ইডেনে অঘটন! রানের পাহাড় গড়েও পঞ্জাবের কাছে হার কলকাতার

ইডেনে আজ পঞ্জাব-কলকাতা লড়াই, কখন কোথায় দেখবেন

নাটকীয় জয়! আরসিবি-কে ১ রানে হারাল নাইটরা