ওয়েবডেস্ক : তাঁর সংসার জীবন নিয়ে নানা খবর ঘোরাফেরা করছে বলিপাড়ায়। স্বামী আমির আলির থেকে তিনি এখন আলাদা থাকছেন বলে শোনা গিয়েছে। কখনও আবার সহ-অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে।
তবে এই সব কিছু পেরিয়ে হট লুকে ফ্যানেদের নজর কেড়েছেন সঞ্জীদা শেখ। পারফেক্ট ফিজিকের সঙ্গে কখনও বিকিনি কখনও অন্তর্বাস। সুগভীর ক্লিভেজে ফ্যানেদের নজর কেড়েছেন সঞ্জীদা।
কিউটনেসের সঙ্গে হটনেস। যেন পারফেক্ট কম্বো সঞ্জীদা। উল্লেখ্য, ২০০৫ সালে কেয়া হোগা নিম্মো কা সিরিয়ালের হাত ধরে ডেবিউ করেন এই অভিনেত্রী। এর পর কয়ামত, নাচ বালিয়ে ৩ সহ একাধিক সিরিয়াল ও শো-তে দেখা যায় সঞ্জীদাকে।
২০০৩ সাল থেকে বাগবান, পংখ, নবাবজাদে সহ একাধিক সিনেমায় ছোট ছোট চরিত্রে, কখনও আইটেম ডান্সে দেখা যায় সঞ্জীদাকে। গতবছর Netflix-এ মুক্তিপ্রাপ্ত কালি খুনিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
আরও পড়ুন : ‘ছিন্নমস্তার অভিশাপ’ নিয়ে মঞ্চে ফেলুদা, গোয়েন্দা এবার ইন্দ্রাশিস
দিন কয়েক আগে সহ অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় বলিপাড়ায়। যদিও তা নিয়ে দু’জনের তরফেই কোনও বক্তব্য মেলেনি। অনেকে বলছেন এটি শুধুমাত্র প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল। পরিচালক কুশন নন্দী পরিচালিত ‘কুন ফায়া কুন’ সিনেমাতেও একসঙ্গে দেখতে পাওয়া যাবে এই জুটিকে।
আপাতত খোলা চুলে হালকা রোদে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। সঞ্জীদার এই ডিভা লুক থেকে চোখ সরানো মুশকিল। চুলের সঙ্গে খেলতে খেলতে কাঠের পাটাতনে হেলান দিয়ে যেন কোথাও হারিয়ে গিয়েছেন অভিনেত্রী।