কলকাতা: ডুরান্ড কাপের ডার্বি নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকরা। বাতিল করা হল কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হচ্ছে না।
রবিবার হওয়ার কথা ছিল কলকাতা ডার্বি। এ দিকে আরজি কর হাসপাতালে খুনের ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে রাজ্যে মিছিল চলছে। এই পরিস্থিতিতে ডার্বিতে নিরপত্তা দেওয়া একটা চ্যালেঞ্জের। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, শহরের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ কর্মী দেওয়া হয়েছে, যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়। ডার্বি বাতিলের পাশাপাশি কলকাতা ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলো জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য ভাবে, আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে সর্বত্রই। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মিছিল চলছে। এবার কলকাতা ডার্বিতেও এর ছায়া পড়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, দুই দলের সমর্থকরা তৈরি ছিলেন প্রতিবাদ করতে। এখন ডার্বি বাতিল হওয়ায় সেটা হচ্ছে না। রবিবারের বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিক্রি হওয়া টিকিটের পুরো টাকা ফুটবলপ্রেমীদের ফেরত দেওয়া হবে।