কলকাতা: শনিবার প্যারিস দেশে ফিরে এলেন বিনেশ ফোগাট। দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন অনেকে। ছিলেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকও।
অনেক আশা জাগিয়েও শুধু মাত্র বাড়তি ওজন বিতর্কে পদক হাতছাড়া হয়েছে। মুষড়ে পড়ে অবসর ঘোষণা করেছেন বিনেশ। তবে পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি তিনি। কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা। বিনেশ বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। গাড়িতে করে তিনি বিমানবন্দর থেকে বেরোন। এ দিন বিনেশের জন্য ফুলের তোড়া হাতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অনেকে।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন মহিলা কুস্তিগির। কিন্তু ফাইনালে নামার আগে ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। সেই কারণে বাতিল করা হয় বিনেশকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেছিলেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। রুপো দেওয়া হয়নি বিনেশকে।