আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ফের মাঠে নেমে পড়ছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে তাদের বিরুদ্ধেই ঘরের মাঠে টি২০ সিরিজ খেলবে ভারত। তবে পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা নন, নতুন নেতা বেছে নিয়েছে বিসিসিআই।
সোমবার বিসিসিআই অস্ট্রেলিয়া সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কেএল রাহুলের প্ৰথম সারির একাধিক তারকা নেই এই সিরিজে। জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টি২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে দলের সহ-অধিনায়ক থাকবেন রুতুরাজ। শেষ দু’টি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়স আয়ার।
বিশ্বকাপ স্কোয়াড থেকে মাত্র তিনজনকে রাখা হয়েছে এই সিরিজে। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বাকি সবাইকে ছুটি দেওয়া হয়েছে। সূর্যকুমার ছাড়াও অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় স্কোয়াডে আছেন ঈশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণা। বাকি সব নতুনদের রাখা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এশিয়ান গেমসে যে দল খেলতে গিয়েছিল সেই দলের অনেকে সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের তরফে ভিভিএস লক্ষ্মণকে স্টপ গ্যাপ কোচের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এনসিএর আপাতত দায়িত্ব সামলাবেন বাকি সাপোর্ট স্টাফরা।
এক নজরে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।