ওয়েবডেস্ক : জয় দিয়েই থাইল্যান্ড ওপেন শুরু করলেন সাইনা নেহওয়াল। মালয়েশিয়ার প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরেকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। ২১-১৫, ২১-১৫ গেমে জিতে থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাইনা।
মঙ্গলবার প্রথমে সাইনা এবং আরেক খেলোয়াড় এইচ এস প্রণয়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। দীর্ঘদিন পরে টুর্নামেন্ট খেলতে থাইল্যাণ্ডে উড়ে গিয়েছিলেন সাইনা। সেখানেও কোভিডে আক্রান্ত হওয়ায় দৃশ্যতই ভেঙে পড়েছিলেন তিনি।
কিন্তু এরপরেই চূড়ান্ত ধন্দ তৈরি হয়। সকালে তাঁর রিপোর্ট পজিটিভ হলেও বিকেলে নেগেটিভ আসে। তখন জানানো হয়, কোর্টে নামতে তাঁর বাধা নেই। একই কাণ্ড হয় প্রণয়ের সঙ্গেও। দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসার পর খেলার ছাড়পত্র পান সাইনা-প্রণয়।
প্রণয় অবশ্য এদিন প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন মালয়েশিয়ারই লি জি জিয়ার কাছে ২১-১৩, ১৪-২১, ৮-২১ গেমে। বিদায় নিয়েছেন সাইনার স্বামী পারুপল্লী কাশ্যপও।
আরও পড়ুন : বুধবার থাইল্যান্ড ওপেনে নামছেন করোনামুক্ত সাইনা, এইচ এস প্রণয়
সাইনা অবশ্য এদিন শুরু করেছিলেন নিজের মেজাজেই। প্রথম এবং দ্বিতীয় সেট, দু’বারই বিরতিতে ১১-৫ এগিয়ে ছিলেন। দু’বারই সেট জিততে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তার আগে স্বদেশী সৌরভ বর্মাকে ২১-১২, ২১-১১ হারিয়ে প্রথম রাউন্ডে জেতেন কিদম্বি শ্রীকান্ত।