প্রথম পাতা বিনোদন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দাসারি নারায়ণ রাও-এর স্মরণে প্রতিভাবান ভারতীয় পরিচালকদের সম্মান অনুষ্ঠান

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দাসারি নারায়ণ রাও-এর স্মরণে প্রতিভাবান ভারতীয় পরিচালকদের সম্মান অনুষ্ঠান

73 views
A+A-
Reset

দেবারতি ঘোষ: দাসারি নারায়ণ রাও ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা, গীতিকার এবং রাজনীতিবিদ। যিনি হিন্দি সিনেমা ছাড়াও, তেলেগু সিনেমায় তাঁর কাজের জন্য বিখ্যাত।

৭৫তম জন্মদিনের প্রাক্কালে, দাসারি সাংস্কৃতিক ফাউন্ডেশন প্যান ইন্ডিয়া থেকে প্রতিভাবান পরিচালকদের অভিনন্দন জানাতে চলেছে৷
ফাউন্ডেশনের সভাপতি রমেশ নাইডু, অন্ধ্রপ্রদেশের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রমোশন কাউন্সিল’ এবং ‘তেলুগু সিনেমা বেদিকা’-র সহযোগিতায় ৪ সেপ্টেম্বর হায়দরাবাদ-এ ফিল্ম নগর সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিভাবান পরিচালকদের অনুষ্ঠানিক সম্মানজ্ঞাপন করতে চলেছেন৷

ফাউন্ডেশনের সভাপতি মিঃ রমেশ নাইডু কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় চলচ্চিত্রে রাও অবদান তা স্মরণ করে জানিয়েছেন, ‘‘তিনি বিভিন্ন ঘরানার একশো পঞ্চাশটিরও বেশি ফিচার ফিল্ম পরিচালনা করেছেন৷ তিনি তাঁর ক্যারিয়ারে ১৫২টি চলচ্চিত্র পরিচালনার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী৷
সমাজে অবিচার, দুর্নীতি এবং লিঙ্গ বৈষম্যও তাঁর ছবির বিষয়।রাও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রঘুপতি ভেঙ্কাইয়া পুরস্কার সহ নয়টি রাজ্য নন্দী পুরস্কার, এবং আজীবন কৃতিত্ব সহ চারটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তাঁর কর্মজীবনে তিনি তেলেগু, তামিল এবং কন্নড় ভাষায়ও অভিনয় করেছেন।
এফটিপিসির সভাপতি চৈতন্য জংগা বলেন ‘‘স্বরগ নরক, জ্যোতি বনে জ্বালা, জখমি শের, ইয়াদগার, সরফারোশ, ওয়াফাদার, প্রেম তপস্যা, পিয়াসা সাওয়ান, আজ কা এমএলএ রাম অবতার, আশা হোল্ডের মতো হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য দাসারি জাতীয় স্বীকৃতি অর্জন করেছিলেন । সর্বাধিক চলচ্চিত্র পরিচালনার জন্য লিমকা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তাঁর।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের সকলের জন্য এমন এক কিংবদন্তির স্মরণে অনুষ্ঠান উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আমরা সমস্ত ভারতীয় ভাষার২৫ জন প্রতিভাবান পরিচালককে সম্মান ও অভিনন্দন জানাতে চলেছি।

সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পেরে আনন্দপ্রকাশ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায় এবং অভিনেত্রী মৌবানি সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.