ওয়েবডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও দ্রুত পৌঁছে যেতে ‘দিদিকে বলো’র সাফল্যের পর এবার ‘দিদির দূত’ নামের অ্যাপ এনেছে তৃণমূল। নিজেদের টুইটার হ্যান্ডেলে
এবার সেই অ্যাপের প্রচার শুরু করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার নিজের সোশ্যাল পেজে সাংসদ নুসরত একটি ভিডিও পোস্ট করেন। অন্যদিকে, মিমি চক্রবর্তী একটি পোস্ট শেয়ার করেন।
যেখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব রকম সমস্যার কথা তুলে ধরার জন্য ‘দিদির দূত’ অ্যাপ ব্যবহারের কথা তুলে ধরেছেন তাঁরা।
বলেছেন, লাইভ স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনায়াসে সরাসরি জননেত্রীর কাছে পৌঁছনো যাবে। স্বপ্নের বাংলা গড়ে তুলতে দিদির পাশে থাকারও বার্তা দিয়েছেন বসিরহাট ও যাদবপুরের তৃণমূল সাংসদ।
আরও পড়ুন : নিউ নর্মালে বাণীবন্দনা
চলতি মাসের ৪ তারিখ সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ‘দিদির দূত’ অ্যাপ। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন।
জনসংযোগের উদ্দেশে চালু করা হয়েছে এই অ্যাপ। তৃণমূলের তরফে জানানোর ১০ দিনের মধ্যেই ২ লক্ষের বেশি মানুষ ‘দিদির দূত’ অ্যাপটি ডাউনলোড করেছেন।