বাড়ি থেকে হিরের কানের দুল চুরি গিয়েছিল সলমনের খানের বোন অর্পিতার। পুলিশে অভিযোগ দায়েরের পরই গ্রেফতার এক ব্যক্তি।
ঘটনায় প্রকাশ, অর্পিতার খারের বাড়ি থেকে যে কানের দুলটি চুরি করেছিল, তার নাম সন্দীপ হেগড়ে। সে অর্পিতার বাড়িতে হাউসকিপিংয়ের কাজ করত।
গতকাল (মঙ্গলবার) রাতে চুরি গিয়েছিল ওই পাঁচ লক্ষ টাকা মূল্যের হিরের কানের দুল। পুলিশের কাছে অভিযোগে অর্পিতা জানিয়েছিলেন, তাঁর মেকআপ ট্রে থেকে নিখোঁজ হয়েছিল দুলটি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ

খার থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য একটি ১১ সদস্যের দল গঠন করা হয়েছিল। অভিযুক্ত চার মাস ধরে অর্পিতাদের বহুতলে কাজ করছিল। তার বাড়ি থেকেই চুরি যাওয়া হিরের কানের দুল উদ্ধার হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা দায়ের করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে।