আজ থেকে কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি এবং প্রায় ৫,০০০ বিশিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অংশগ্রহণকারী ৪০টি দেশের মধ্যে ২০টি দেশ ‘পার্টনার’ হিসেবে থাকছে।
ইতিমধ্যেই ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা সম্মেলনে যোগ দিতে কলকাতায় পৌঁছে গেছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই সম্মেলনকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী।
এই সম্মেলনের অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। যদিও তাঁর উপস্থিতি নিয়ে মঙ্গলবার কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এবারের সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ অম্বানী ও সজ্জন জিন্দল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বাংলায় নতুন বিনিয়োগ টানতে এই সম্মেলন কতটা কার্যকর হয়, সেদিকেই নজর প্রশাসন ও শিল্পমহলের।