জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক গৃহবধূকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত সাবির সেখকে রবিবার রাতে মগরাহাট থেকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। সোমবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা রাতে ফাঁকা মাঠ থেকে এক মহিলার চিৎকার শুনতে পান। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এক গৃহবধূ। তার গলায় ওড়না জড়ানো, শরীরে কাদার দাগ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
জয়নগর থানার পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে শুয়ে গৃহবধূ পুলিশকে জানান, সাবির সেখ তাকে ধর্ষণ করে ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছিল।
অভিযুক্ত সাবির সেখের বাড়ি মগরাহাট থানার কলস এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাবিরের সঙ্গে গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সে জয়নগরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং খুনের চেষ্টা করে। কিন্তু গৃহবধূর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে সাবির পালিয়ে যায়।
রবিবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পেশ করে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায় জয়নগর থানার পুলিশ।