ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই শীত বিদায় নিতে চলেছে। চলতি মরসুমে আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে বিদায় নেওয়ার আগে আরও একবার পারদ কিছুটা নামতে পারে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। এর ফলে ভোরের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়বে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমার সঙ্গে সঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারবে, যার ফলে রাতের দিকে ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে। তবে দিনভর রোদের তেজ থাকায় গরমের ভাবও বজায় থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে মরসুমের শেষ ঠান্ডা। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং বসন্তের আবহ তৈরি হবে। এখন দেখার, শীত সত্যিই আর একবার শেষ বিদায় জানাবে, নাকি আরও কিছুদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখবে।