মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে অমর্ত্য, ‘আপনার সমর্থনে ভরসা পেলাম’

কলকাতা : সোমবারই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেদিনই প্রতীচী বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অমর্ত্য সেন।


শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’ বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে তাঁকে একটি চিঠি লিখেছিলেন মমতা ব্যন্দ‍্যোপাধ‍্যায়। তিনি লিখেছিলেন,’আপনার পরিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন ও বিস্ময়কর অভিযোগ করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত। এটা আমায় কষ্ট দিয়েছে। দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন আপনি। তাই অপশক্তিগুলি আপনার শত্রু হয়ে উঠেছে। এই লড়াইয়ে আপনার পাশে রয়েছি।’

এই চিঠিরই উত্তর দিয়েছেন অমর্ত্য সেন। তিনি লিখেছেন, মুখ‍্যমন্ত্রীর সমর্থন পেয়ে তিনি আপ্লুত। নিজের ব্যস্ততার ফাঁকেও যে মমতা আক্রান্তের পক্ষে গলা তুলেছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অমর্ত্য সেন।

বিশ্বভারতীর জমি বিতর্কে পাশে দাঁড়ানোর জন্য এর আগেও মুখ্যমন্ত্রীকে ‘বোন’ এবং ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Related posts

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের