কলকাতা: প্রায় আড়াই বছর পর জামিন পেলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতার ইডি-র বিশেষ আদালত ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং বেশ কিছু শর্তে তাঁকে জামিন দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না।
২০২২ সালের ২২ জুলাই অর্পিতাকে গ্রেফতার করেছিল ইডি। অভিযোগ, তাঁর বেলঘরিয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে তদন্তকারীরা প্রায় ৪৯ কোটি টাকার নগদ অর্থ, সোনা এবং মূল্যবান সামগ্রী উদ্ধার করেছিলেন। এই বিপুল পরিমাণ টাকা দেখে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও তখন অর্পিতা দাবি করেছিলেন, সবটাই একটি “চক্রান্ত।”
সম্প্রতি মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত ছিলেন অর্পিতা এবং বেলঘরিয়ায় নিজের বাড়িতেই রয়েছেন। এর মধ্যেই জামিন পেলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ হিসেবে পরিচিত অর্পিতা পার্থের আগেই জামিন পেয়ে গেলেন। এই বিষয়ে ওয়াকিবহাল মহলের ধারণা ছিল, বিপুল অর্থ উদ্ধারের প্রেক্ষিতে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু আদালতের সিদ্ধান্ত সেই ধারণা বদলে দিল।
অর্পিতা আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন, তাই তাঁর জেলমুক্তির সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।