মহারাষ্ট্রের পুনরাবৃত্তি কি এবার দিল্লিতেও?

এবার আম আদমি পার্টির বেশ কয়েকজন বিধায়ক ‘উধাও’। বৃহস্পতিবার আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হতে চলা পরিষদীয় দলের বৈঠকের আগে কয়েকজন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিল্লির আবগারি নীতি নিয়ে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হতেই সরকার ভাঙানোর চেষ্টার অভিযোগ এনেছিল আম আদমি পার্টি। বিধায়কদের ২০ থেকে ২৫ কোটি টাকা অফার করা হচ্ছে বলেও দাবি করা হয় আম আদমি পার্টির তরফে। বিধায়ক কেনাবেচা রুখতেই আজ বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এদিকে, সকালেই জানা যায় কমপক্ষে সাতজন আপ বিধায়কের খোঁজ মিলছে না। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

দলের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে, আপ ঐক্যবদ্ধই আছে। বিজেপি ‘অপারেশন কমল’ রাজধানী দিল্লিতেই মুখ থুবড়ে পড়বে। কিন্তু, বিজেপি দিল্লির আপ সরকারকে ফেলতে যে যে কোটি কোটি টাকার প্রস্তাব দিয়েছে, তা বুধবারই জানায় দলীয় নেতৃত্ব। আম আদমি পার্টির বিধায়কদের দল ছাড়ার জন্য ২০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সঙ্গে কোনও বিধায়ককে সঙ্গে নিয়ে আসেন, তবে ২৫ কোটি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, “বিজেপি আমাদের দল ভাঙিয়ে, দিল্লি সরকারের পতন ঘটানোর জন্য উঠেপড়ে লেগেছে।প্রসঙ্গত, যে চার বিধায়কের নাম ধরে তারা টোপ ফেলার কথা জানিয়েছিল, তাঁরাও নিখোঁজদের রয়েছেন। ফলে, গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আপ বিধায়কদের খোঁজ না মেলায় জল্পনা আরও উসকে দিয়েছে।

আরও পড়ুন: কয়লা পাচারের তদন্তে তৎপর CID, ১০ পুলিশ আধিকারিককে তলব ভবানী ভবনে

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?