ওয়েবডেস্ক : সারা দেশে আজ করোনার টিকাকরণের মহড়া বা ড্রাই রান সফল ভাবে অনুষ্ঠিত হয়।
এ রাজ্যের ২৩টি জেলার ৬৯টি হাসপাতালে টিকাকরণের মহড়া চলে।কলকাতার এসএসকেএম হাসপাতাল, নীল রতন সরকার মেডিকেল কলেজ এবং মানিকতলায় কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মহড়া দেওয়া হয়।
নির্বাচিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে গড়ে ২৫ জন করে স্বেচ্ছাসেবক মহড়ায় অংশ নেন। স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা উপস্থিত থেকে সরেজমিনে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে তৈরি করোনার টিকা কোভিশিল্ড এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। তার আগে তিন দফায় সেই টিকাদানের মহড়া হবে।
২ জানুয়ারি প্রথম দফার পর শুক্রবার দ্বিতীয় পর্যায়ের মহড়া হয়ে গেল। তবে মহড়ায় অংশ নিচ্ছে না উত্তরপ্রদেশ হরিয়ানা এবং অরুণাচল প্রদেশ।
এদিকে করোনা টিকা করণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবে।