প্রথম পাতা খবর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করলেন দেবেন্দ্র ফডণবীস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করলেন দেবেন্দ্র ফডণবীস

83 views
A+A-
Reset

বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। একই মঞ্চে শপথ নেন শিবসেনা (শিন্ডে) প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি (অজিত) নেতা অজিত পওয়ার, যাঁরা উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

শিন্ডের উপমুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে দেবেন্দ্র ফডণবীসের আমন্ত্রণ মেনে তাঁর মন্ত্রিসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় শিন্ডেসেনা।

আজাদ ময়দানে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা। আরও ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে, বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, এবং শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা। প্রায় ৪২ হাজার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন না বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’-র কোনো নেতা। শপথ গ্রহণের মঞ্চে তাঁদের অনুপস্থিতি রাজ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির আরও একবার ইঙ্গিত দিয়েছে।

দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা কীভাবে কাজ করে, তা এখন দেখার বিষয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.