লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ি ব্যান্ডেল লোকালে

কলকাতা: ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া! শনিবার সাত সকালে তা দেখে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তবে, কিছু সময় তা দাঁড়িয়ে থাকার পর ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আবার ব্যান্ডেলে ফেরে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮ টা ২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮ টা ৩৪ মিনিটে। ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। যাত্রীরা নেমে পড়েন অনেকেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, পরে ৯ টা ৫ মিনিটের ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। চুঁচুড়ায় নেমে যাওয়া যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। ব্রেক বাইন্ডিংয়ে ত্রুটির জন্য ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোতে থাকে বলে সূত্রের খবর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘সামান্য সমস্যা হয়েছিল। কিছু সময়ের মধ্যেই তা ঠিক করা হয়।’

Related posts

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের