কলকাতা: আষাঢ় এসে গেলেও বর্ষার দেখা নেই। বুধবার রাতে প্রকাশিত আইএমডির বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলাই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জায়গার আকাশ। এই আবহে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে জেরবার। গত মে মাসেই নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। এর জেরে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরবঙ্গ। ডুবে গিয়েছে তিস্তাবাজার সংলগ্ন এলাকা সহ বহু রাস্তাঘাট।
তবে দক্ষিণবঙ্গে খটখটে রোদ, অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই। তবে, ভ্যাপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দফতর। যদিও তারা জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে।
হাওয়া অফিসের মতে, শীঘ্রই দক্ষিণবঙ্গের সেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিল আইএমডি। আইএমডি জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ফের দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু অগ্রসর হতে শুরু করবে। সেই সময় গাঙ্গেও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বর্ষা।