কলকাতা: ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা উপকৃত হবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে তিনি জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং এর জন্য রাজ্য সরকারের মোট খরচের পরিমাণ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যের যেকোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধার জন্য আবেদন করতে পারেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। চলতি বছরের বাজেট অধিবেশনে জানানো হয়, এপ্রিল মাস থেকে এই বর্ধিত সহায়তা কার্যকর হবে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনী প্রচারে বারবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তবে, লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসনে জয়লাভের পর এবার শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার জানাল, ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।