দেশে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজারের সামান্য বেশি, সুস্থতার ঊর্ধ্বমুখী

ডেস্ক: দেশে করোনা সংক্রমণ আরও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ পরিসংখ্যান ২৩১ দিনের মধ্যে সপরিসংখ্যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মহামারীতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। 


একদিনে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৪৭০। কমেছে অ্যাক্টিভ কেসও। বিগত ২২৭ দিনের মধ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা সর্বনিম্ন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩। এখনও পর্যন্ত কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। সুস্থতার এই ঊর্ধ্বমুখী গ্রাফেই স্পষ্ট, ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধে ক্রমশই এগোচ্ছে। 

আরও পড়ুন: সস্ত্রীক টয় ট্রেনে চড়ে দার্জিলিং ঘুরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়


এখনও পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪। দেশে ৯৮ কোটির বেশি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছে এখনও পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত টিকাপ্রাপকের সংখ্যা ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১৷

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে