কলকাতা: কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দেন, পুরসভা শূন্যপদের তালিকা পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে। দফতরকে সেই অনুমতি দিতে হবে সাত দিনের মধ্যে। তার পর নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।
ওবিসি সার্টিফিকেট বিতর্কের জেরে আগের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। সেই কারণে বুধবার কমিশন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের আগে স্বীকৃত ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৭ শতাংশ সংরক্ষণ পেয়ে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন।
এর আগে ২০১০ সালের পরে স্বীকৃত ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট। অভিযোগ ওঠে, ওই সিদ্ধান্তের পরও পুরসভা পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। মামলার পর আদালত সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলে। বৃহস্পতিবার আদালতের ছাড়পত্র মেলায় নতুন নিয়োগের রাস্তা খুলল কলকাতা পুরসভায়।