অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি: টিভি৯ বাংলার সৌজন্যে
তীব্র অসুস্থতার জেরে তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া হল। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুল্যান্স।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের অবস্থা এখনও সংকটজনক, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
বিজেপি সূত্রের খবর, চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, সেই কারণে তাঁকে দিল্লির এমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই ব্যবস্থা করা হয়েছে। অভিজিতের ভর্তি হওয়ার দিন থেকেই প্রধানমন্ত্রীর দফতর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অবস্থা উদ্বেগজনক। দিল্লিতে নিয়ে যাওয়া হলে আরও উন্নত চিকিৎসার সুযোগ মিলবে। আশা করি উনি দ্রুত সুস্থ হবেন।”