রাজ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু থেকে দেহ নিয়ে রাজনীতি, মমতাকে কটাক্ষ দিলীপের

ডেস্ক: ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন দিলীপ ঘোষ। এরইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবও দিয়েছেন তিনি। রাজ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশ কিছু মানুষের মৃত্যু থেকে দেহ নিয়ে রাজনীতি, দিলীপ মুখ খুললেন একের পর এক বিষয়ে। 


মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার দেহ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে আসেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে এই আচরণের বিরুদ্ধে তোপ দাগেন। এই প্রসঙ্গেও আজ মুখ খোলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেছেন, পচা কুকুর, পচা মাংস তৃণমূলের কালচার । ভাগাড়ের মাংস খাইয়েছেন কলকাতার মানুষকে। জিজ্ঞাসা করতে চাই দিদিকে ও তার ভাইদেরকে, ডেড বডি নিয়ে আসা রাজনীতি কে শুরু করেছিল? বিভিন্ন জেলা থেকে বডি এনে কলকাতায় বিক্ষোভ দেখিয়েছেন? এখন কষ্ট হচ্ছে। পুলিশ এফআইআর পর্যন্ত নিতে চায় না। ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে।”

আরও পড়ুন: ‘জম্মু কাশ্মীর ভারতে অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে’ সন্ত্রাসবাদকে প্রশয় দেওয়ার নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের


দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলছেন, “যে ধরনের বৃষ্টি হয়েছে জল জমবে। দিনকে দিন জল বেশি জমবে। ড্রেন বন্ধ। আর যত ফাঁকা জায়গায়, পুকুর ছিল, তা ভরাট করে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। সিপিএম-এর আমল থেকেই সিন্ধিকেট রাজ, প্রোমোটিং-এর শুরু। এরপর খালের ওপরেও বাড়ি তৈরি হয়েছে, তা জলটা বেরোবে কোথা দিয়ে।


দিলীপ বলছেন, “সরকারের কোনও দায় দায়িত্ব নেই। তাদের নেতাদের দায় নেই, অমানবিক ভাবে কথা বার্তা বলছেন। সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত যাতে প্রাণহানি না হয়। লোককে সতর্কও করা উচিত। সঙ্গে সঙ্গে  রাস্তাও বের করাও উচিত যাতে এইধরনের দুর্ঘটনা না ঘটে।”

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে