নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআইকে ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার পরবর্তী শুনানি হবে।
সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান, তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি ওপেন কোর্টে কোনও মন্তব্য করতে চান না, যাতে তদন্ত প্রক্রিয়ায় কোনও প্রভাব না পড়ে। তিনি সিবিআইকে আরও বলেন, “তদন্তের অগ্রগতির বিষয়ে নতুন স্টেটাস রিপোর্ট দিন।” সিবিআই ইতিমধ্যেই মামলাটি তদন্ত করছে, কিন্তু তদন্তে কী নতুন তথ্য উঠে এসেছে, তা নিয়ে আদালতকে বিস্তারিত জানাতে হবে।
প্রধান বিচারপতির নির্দেশে স্পষ্ট, আদালত চাইছে এই মামলার তদন্ত যথাসম্ভব স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যাওয়া হোক। ১৭ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর জি কর-কাণ্ডের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস পরেও এখনও বিচার অধরা থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে। মামলার অগ্রগতি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে, এবং সিবিআইয়ের রিপোর্টের দিকে নজর রাখছে পুরো দেশ।