প্রথম পাতা খবর বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বারাসতে

বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বারাসতে

111 views
A+A-
Reset

বারাসাত: একগুচ্ছ দাবি নিয়ে বাম ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসত। দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বামেদের ছাত্র ও যুব সংগঠন বারাসতে জেলা পরিষদ অভিযান করে। সেই অভিযান ঘিরেই ধুন্ধুমারকাণ্ড।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে নামে এসএফআই, ডিওয়াইএফআই এবং অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিং ওমেন অ্যাসোসিয়েশন (মহিলা সমিতি) । অভিযোগ, ভাঙা হয়েছে জেলা পরিষদের গেট। ১০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বারাসতের হেলা বটতলা থেকে বাম ছাত্র-যুবর মিছিল পৌঁছায় বারাসত জেলা পরিষদে। এর পর জেলাপরিষদ এলাকায় এই মুহুর্তে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে নামানো হয় র‍্যাফও ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.