ডেস্ক: ভবানীপুর বিধানসভার বিধায়ক পদ ছাড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ইস্তফা দিতে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন বিধানসভায়। দলের সিদ্ধান্ত মেনে ইস্তফা জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নারদ মামলায় চার হেভিওয়েটকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর
মমতা নন্দীগ্রাম থেকে হেরে যান। তা সত্ত্বেও তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। যার অর্থ, আগামী ছয় মাসের মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসতে হবে। এই আবহে শোভনদেব চট্টোপাধ্যায় মমতার জন্য ভবানীপুর কেন্দ্রটি ছেড়ে দিচ্ছেন। সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভার অধ্যক্ষের কাছে যখন শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ পত্র জমা দেন, তখন তাঁর পাশেই ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যদিও মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ দেবেন কি না, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পদত্যাগের বিষয়ে শোভনদেব নিজে জানান, স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি।