আজ আংশিক সূর্যগ্রহণ! কলকাতায় কখন দেখা যাবে?

কলকাতা: ২৬ বছর পর আবার কালীপুজোর পরের দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারতবাসী। আকাশ পরিষ্কার থাকলে পশ্চিমবঙ্গ থেকে অল্প সময়ের জন্য দেখা যেতে পারে এ দিনের (২৫ অক্টোবর) আংশিক সূর্যগ্রহণ।

আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ২৯ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল সাড়ে ৪টে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। তবে আন্দামান-সহ উত্তর-ভারতে দেখা যাবে না গ্রহণ।

কলকাতায় বলয়গ্রাস দেখা যাবে বিকেল ৪টে ৫২ মিনিটে। কলকাতায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে। এই আবহে মাত্র ১১ থেকে ১২ মিনিট এই সূর্যগ্রহণ দৃশ্যমান থাকবে।

বলে রাখা ভালো, মঙ্গলবারের গ্রহণ খণ্ডগ্রাস হওয়ায় সূর্য পুরোপুরি আড়ালে চলে যাবে না। চাঁদ তার কিছুটা অংশ ঢেকে দেবে। ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্ট গ্রহণ দেখা যাবে। সেখান থেকে দৃশ্যমান সূর্যের বেশিরভাগ অং‌শই চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রহণ চলাকালীন চাঁদের আড়াল থেকে ঠিকরে আসা রশ্মির মারাত্মক প্রভাব পড়তে পারে চোখের উপর। এতে ক্ষতি হতে পারে দৃষ্টিশক্তির। সেই কারণেই ওই সময় সরাসরি তাকাতে নেই সূর্যের দিকে।

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম ৩

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে