আজ, বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত একগুচ্ছ আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। শুনানি শুরু হওয়ার কথা দুপুর ২টো নাগাদ।
নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ব্যক্তি ও রাজনৈতিক দলের তরফে রিট পিটিশন দায়ের হয়েছে। আজ সেগুলির একত্রে শুনানি হবে। আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনকারীরা দাবি করছেন, এটি মৌলিক অধিকার লঙ্ঘন করছে এবং এটি মুসলিম ও অমুসলিম উভয় সম্প্রদায়ের উপর প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবারই এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অপরদিকে, যদিও পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কোনও মামলা করেনি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের একটি ধারার বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, মহুয়া মৈত্র প্রথম অমুসলিম মহিলা, যিনি এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন। এর আগে অমুসলিম হিসেবে কেবল আরজেডি সাংসদ মনোজ ঝা মামলা করেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ওয়াকফ আইনের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। বিভিন্ন রাজ্যের বিজেপি-বিরোধী রাজনৈতিক নেতারাও এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন।
উল্লেখযোগ্যভাবে, ২ এপ্রিল গভীর রাতে লোকসভায়, এবং ৩ এপ্রিল মধ্যরাতে রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে সই করার পর, আইনটি কার্যকর হয়। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে কী রায় বা পর্যবেক্ষণ আসে, তা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।