কলকাতা: লকডাউন, নাইট কার্ফু-সহ বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে ধীরে ধীরে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। রবিবার সর্বনিম্ন দৈনিক সংক্রমণ বাংলায়। মৃতের সংখ্যাও কমেছে। এদিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪২ জন। কমেছে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৪৮২ জন উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৮৩০ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৬৬,২৪০।
শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত একদিনে ১ হাজার ৭৩৫ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের ১৪২ জনের।গত একদিনে শুধু উত্তর ২৪ পরগণাতেই কোভিডের বলি হয়েছেন ৪৯ জন। যা রাজ্যে সর্বোচ্চ। মৃতের সংখ্যার বিচারে তার পরেই রয়েছে কলকাতা। গত একদিনে সংখ্যাটা ৩৩।
এদিন সুস্থ হয়ে উঠেছেন ১৮, ৬৪২ জন। সরকারি হিসেব বলছে, রাজ্যে সুস্থতার হার ৯১. ৯৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১২,৫৫, ৯৩২। এদিকে রাজ্যে রোজই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে।