রাত পোহালেই রাজ্যের ১০৮ পৌরসভার ভোটগণনা শুরু

বুধবার নিরাপত্তার কড়া ঘেরাটোপে হবে রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটগণনা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, গণনাপর্ব শুরু হবে সকাল ৮ টা থেকে। তবে গণনাপর্ব চলবে ১০৭টি কেন্দ্রের। কারণ দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার সবকটি ওয়ার্ডেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেখানে কোনও বিরোধী প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি।

২০ জেলার ১০৭ পৌরসভায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি।তবে বিক্ষপ্ত কিছু অশান্তির কারণে শ্রীরামপুর ও দমদম পৌরসভার একটি করে বুথে মঙ্গলবার পুনরায় ভোটগ্রহণ পর্ব চলে। কমিশন সূত্রে খবর, দুটি বুথেরই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে।রবিবারের ভোটপর্বে ভোটদানের হার দেখে রীতিমতো অঙ্ক কষছে শাসক ও বিরোধী শিবির।

২০ জেলার ১০৮ পৌরসভার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলাতে রয়েছে সর্বাধিক ২৫ টি পৌরসভা। নদিয়ার পৌরসভা ১০টি। মুর্শিদাবাদ জেলায় ৭ টি পৌরসভা ভোটগ্রহণ হয়েছে গত রবিবার। কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৬ টি পৌরসভাও রয়েছে এই তালিকায়।

রাজ্যের এই ১০৮টি পুরসভার মেয়াদ ফুরিয়েছিল সেই ২০২০ সালের এপ্রিল-মে মাসে। কিন্তু অতিমারি কোভিডের কারণে তখন ভোটগ্রহণ সম্ভব হয়নি।গতবছর পুজোর পরে মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলিতে ভোটগ্রহণ শুরু করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। কিন্তু বিরোধীরা দাবি করে পৃথকভাবে নয়, কলকাতা পুরনিগম সহ রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির একই সঙ্গে ভোট হোক।বিরোধীর সেই দাবি অবশ্য মানা হয়নি। নবান্নের তরফে পৃথক পৃথকভাবেই ভোটগ্রহণের পরামর্শ দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনকে। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রবল আপত্তি তোলে। মামলা গড়ায় আদালতেও।পরে আদালতের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন দু-হাজার একুশের ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোটগ্রহণ করে। দু হাজার বাইশের জানুয়ারিতে চার পুরনিগম শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের পরামর্শেই তা পিছিয়ে ১২ই ফেব্রুয়ারি করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের মেয়াদ উত্তীর্ণ বাকি ১০৮টি পুরসভার ভোটপর্বও শেষ হয়।

কলকাতা পুরসভার পর বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর।রাজ্যের শেষ ৫টি পুরভোটে নিরঙ্কুশ সাফল্য ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জয়ের সেই ধারা বুধবারের গণনায় অটুট থাকবে বলে প্রত্যাশা শাসক শিবিরের

Related posts

শেষমেশ মিলল স্বস্তি, রাজ্যের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা

হাঁসফাঁস গরম থেকে মুক্তি! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি