৩ দিন বাস ধর্মঘটের পথে একাংশের মালিক সংগঠন, আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে আগ্রহী আরেক অংশ

কলকাতা: আগামী ১৮, ১৯ এবং ২০ মার্চ রাজ্য জুড়ে বাস ধর্মঘটের হুঁশিয়ারি একাধিক বাস মালিক সংগঠনের! ফলে, মার্চ মাসের ওই তিন দিন বাস যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এই ধর্মঘটের বিরোধিতাও করছে বেশ কয়েকটি বাস মালিক সংগঠন।

ধর্মঘটের পক্ষে থাকা বাস মালিক সংগঠনগুলির দাবি, ১৫ বছরের বেশি পুরনো বাস রাস্তায় চলার যে নির্দেশিকা রয়েছে, সেটা আপাতত বাতিল করতে হবে। অন্তত আরও দু’বছর বাসগুলিকে রাস্তায় চলার অনুমতি দিতে হবে। এই দাবি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার পরিবহণমন্ত্রীর কাছে ডেপুটেশনও জমা দিয়েছে তারা। রাজ্য আবেদন না মানলে ধর্মঘটের পথে হাঁটবে সংগঠনগুলি।

বাস মালিক সংগঠনগুলির দাবি, করোনার সময় প্রায় বছর দুয়েক বাসগুলি বসেছিল। যেহেতু বাস চলেনি সেই বিষয়টিকে বিবেচনা করে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ১৫ বছরের গাড়ি বাতিলের মেয়াদ বাড়ানো হোক। অর্থাৎ, পরিস্থিতি বিবেচনা করে ১৫ বছর পার করলেও ওই ধরনের গাড়িগুলো যেন এখনই বসিয়ে দেওয়া না হয়।

অন্য দিকে, এখনই ধর্মঘটে যেতে চায় না বেশ কিছু সংগঠন। তাদের যুক্তি, বাস মালিক-কর্মীদের সুবিধায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বকেয়া কর থেকে সিএফ-সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা মিলেছে। সেই জায়গায় যদি পর পর তিন দিন ধর্মঘটে যাওয়া হয়, তা হলে আখেরে সমস্যায় পড়বেন সাধারণ যাত্রীরা। ফলে, আলোচনার মাধ্যমেই এই সমস্যা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ওই সংগঠনগুলি।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে