কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
২০১১ সালে ক্ষমতায় আসার পর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিলেন মমতা। এ দিন সৌরভকে পাশে নিয়ে মমতা ঘোষণা করেন, “রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়”। তিনি আরও বলেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।”
মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, “না বললে চলবে না।”
নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকে। এদিন নিজের মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌরভ বলেন, “ব্যস্ততার মধ্যেও ছোটোখাটো বিষয়ে খোঁজ নেন দিদি। এক মিনিটে মেসেজের রিপ্ল্যাই দেন।” পাশাপাশি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আগত শিল্পপতিদের কাছে তাঁর আহ্বান, “এ রাজ্যের উপরে আস্থা রাখুন।”