কলকাতা: দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই শীতের প্রবেশ ঘটতে চলেছে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য উপরে থাকতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও এ বছর কম।
তবে সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি তীব্রতর হবে। অন্যদিকে, পর্যটকদের জন্য সুখবর—দার্জিলিং ও কালিম্পঙের কিছু উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাজ্যের প্রায় সব জেলায় ভোরবেলা হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।