হাওড়ার সাঁকরাইল থানার অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ চিনা রসুন। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে হাওড়ার একটি গুদামে অভিযান চালিয়ে ২৫৪ ব্যাগ রসুন বাজেয়াপ্ত করে পুলিশ। প্রতি ব্যাগে ১৮ কেজি করে রসুন থাকায়, উদ্ধার হওয়া রসুনের বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৬২ হাজার টাকা।
ঘটনাস্থল থেকে গোডাউনের ম্যানেজার উপেন্দ্র যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। গুদামের মালিক অরবিন্দ জয়সওয়ালের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চিনা রসুন হিমাচলপ্রদেশ বা উত্তর-পূর্ব ভারত থেকে চোরাপথে এনে এই গুদামে মজুত করা হত। পরে সেগুলো কলকাতা, হাওড়া এবং শহরতলির বাজারে সরবরাহ করা হতো।
স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর
চিনা রসুনে মিথাইল ব্রোমাইড নামের ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা লিভার ও কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলে। স্নায়ুশক্তি দুর্বল হওয়ার আশঙ্কাও রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, এই রসুন ব্যবহারে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
কেন নিষিদ্ধ চিনা রসুন?
ভারত সরকার ২০১৪ সালে মিথাইল ব্রোমাইডের উপস্থিতির কারণে চিনা রসুন আমদানি নিষিদ্ধ করেছিল। তবে চোরাপথে বিহার, উত্তরপ্রদেশ, এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে এই রসুন দেশে প্রবেশ করছে।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, “চিন থেকে খুব কম দামে আনা এই রসুন স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করা হত। আমরা রসুনের মূল সরবরাহকারীদের ধরতে তদন্ত চালাচ্ছি।” সাধারণ মানুষ যাতে সঠিক তথ্য জানেন এবং স্বাস্থ্যরক্ষার জন্য সচেতন হন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।