প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। বৃহস্পতিবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের বিক্রমপুরের রাজদিয়ায় জন্মগ্রহণ করেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে চলে আসেন ভারতে। কলকাতায় গড়ে ওঠে তাঁর নতুন জীবন। কিন্তু দেশভাগের বেদনা কখনও ভুলতে পারেননি তিনি। সেই যন্ত্রণা ফুটে উঠেছিল তাঁর কালজয়ী উপন্যাস ‘কেয়াপাতার নৌকো’-তে। বিক্রমপুরের পটভূমিতে লেখা এই উপন্যাস আজও সমান প্রাসঙ্গিক।
তাঁর লেখা থেকে নির্মিত হয়েছে বহু টেলিফিল্ম, ধারাবাহিক ও চলচ্চিত্র। ‘এখানে পিঞ্জর’, ‘বাঘবন্দী খেলা’, ‘মোহনার দিকে’, ‘চরাচর’, ‘টার্গেট’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘ক্রান্তিকাল’, ‘কেয়াপাতার নৌকো’ প্রভৃতি দর্শকদের মনে আজও ছাপ ফেলে রেখেছে।
২০০৩ সালে ‘ক্রান্তিকাল’-এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও পেয়েছেন ‘শরৎস্মৃতি’ সহ নানা সম্মান। ‘প্রতিধ্বনি’, ‘ভাতের গন্ধ’, ‘আগুনের কাছাকাছি’, ‘রথযাত্রা’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘পিতৃভূমি’ তাঁর স্মরণীয় সৃষ্টি।
তাঁর প্রয়াণে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল।