191
কলকাতা: রবিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি কলকাতায় এসে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডকে। আর এই জয়ের সঙ্গেই বেঙ্গালুরু লিগ তালিকায় প্রথম ছয়ের মধ্যে চলে এল।
নিজেদের ঘরের মাঠে এই প্রথমবার বেঙ্গালুরুর কাছে হারল এটিকে মোহনবাগান। গোলের সুযোগ তৈরি করেও ফিনিশ করতে না পারার খেসারত দিল মেরিনার্স। প্লে অফ নিশ্চিত হয়ে গেলেও ঘরের মাঠে ধাক্কা খেল মোহনবাগান
ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৮ মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু হার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময়ে ফের বেঙ্গালুরুকে এগিয়ে দেন বাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ঠিক এর দুমিনিট পর মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পেত্রোতাস। তবে দলের হার বাঁচাতে পারেননি তিনি।