কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হল মনোজ বর্মাকে। আজ, মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানানো হয়, কলকাতা পুলিশের শীর্ষ পদে মনোজ বর্মাকেই নিয়োগ করা হয়েছে।
১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা এর আগে রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজি) পদে আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি কলকাতা পুলিশে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যেমন অতিরিক্ত কমিশনার, ডিসি ডিডি (স্পেশাল), ডিসি (ট্র্যাফিক)। এর আগে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের নাম আলোচনায় এলেও শেষমেশ কলকাতা পুলিশ কমিশনার হিসেবে মনোজ বর্মার নামেই সিলমোহর দেয় রাজ্য সরকার।
এছাড়াও, কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক উচ্চপদে বদল আনা হয়েছে। সদ্যপ্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এডিজি (স্পেশাল টাস্ক ফোর্স) পদে স্থানান্তর করা হয়েছে।
কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইএফআর-এর সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) ছিলেন। অন্য দিকে, কলকাতা পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে মনোজ বর্মাকে। তিনি ছিলেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)। তাঁর জায়গায় নতুন এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন জাভেদ শামিম। শামিম এত দিন ছিলেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি। ওই পদে বসানো হল জ্ঞানবন্ত সিংহকে। তিনি এত দিন ছিলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর।
এই রদবদলের মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করার প্রচেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।