বৃহস্পতিবার, মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল কোয়ালিফায়ার-১ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আট উইকেটে পরাজিত করে পাঞ্জাব কিংসকে। এই জয়ের ফলে আইপিএল ২০২৫-এর ফাইনালে পৌঁছে গেল আরসিবি।
মাঠে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। স্বামী বিরাট কোহলির দল ফাইনালে ওঠার পর তার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। ম্যাচের শেষে অনুষ্কাকে দীর্ঘ প্রায় দশ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়, যখন আরসিবির খেলোয়াড়রা নিজেদের মধ্যে উদযাপন করছিলেন। পরে তিনি পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক করমর্দনও করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনুষ্কার এই মুহূর্ত। এক ব্যবহারকারী লেখেন, “আরসিবি যখন ফাইনালে উঠল, অনুষ্কার খুশি দেখার মতো ছিল।” আরেকজন লেখেন, “দিনের সেরা মুহূর্ত: বিরাট কোহলি অনুষ্কাকে বলছেন, আর মাত্র এক ম্যাচ, তারপর আইপিএল ট্রফি।”
MOMENTS OF THE DAY. ❤️
— Tanuj (@ImTanujSingh) May 29, 2025
– Virat Kohli saying to Anushka Sharma to Just 1 win away to list the IPL Trophy. 🥹🏆 pic.twitter.com/1lNGABsL10
আরসিবির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফাইনালে ওঠার উদযাপন নিয়ে একটি পোস্টও করা হয়েছে। ক্যাপশনে লেখা, “দ্য ফাইনাল কলিং। সাহস, অধ্যবসায় আর দারুণ ক্রিকেটে আমরা পৌঁছে গেছি ফাইনালে!” সেই পোস্টে এক লক্ষের বেশি লাইক পড়েছে ও হাজার হাজার মন্তব্য এসেছে। একজন লিখেছেন, “আর মাত্র এক ধাপ,” আরেকজন মন্তব্য করেছেন, “চলো ফাইনালে।”
আরসিবি ভক্তদের কাছে এটি ছিল আবেগের মুহূর্ত, কারণ বহু বছর পর দলটি আবার ফাইনালে জায়গা করে নিল, এবং এবার তাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল।