প্রথম পাতা বিনোদন বলিউডে অভিষেকের অপেক্ষায় বন্দে ভারত এক্সপ্রেস, সুজিত সরকারের নতুন ছবির শুটিং শুরু মুম্বই সেন্ট্রাল স্টেশনে

বলিউডে অভিষেকের অপেক্ষায় বন্দে ভারত এক্সপ্রেস, সুজিত সরকারের নতুন ছবির শুটিং শুরু মুম্বই সেন্ট্রাল স্টেশনে

24 views
A+A-
Reset

বন্দে ভারত এক্সপ্রেস এবার বলিউডে তার অভিষেক ঘটাতে চলেছে। পশ্চিম রেলওয়ে প্রথমবারের মতো এই সেমি-হাই স্পিড ট্রেনকে বাণিজ্যিক প্রোডাকশনের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে। বুধবার মুম্বই সেন্ট্রাল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শুটিং হয়। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুজিত সরকার।

পশ্চিম রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, মুম্বই-অমদাবাদ রুটে চলাচলকারী দুটি বন্দে ভারত ট্রেনের মধ্যে একটি বুধবার চলাচল করে না এবং রক্ষণাবেক্ষণের জন্য স্টেশন ইয়ার্ডে রাখা হয়। এই অব্যবহৃত ট্রেনটিকে শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হয়, যা থেকে রেলওয়ে প্রায় ২৩ লাখ টাকা আয় করেছে।

পশ্চিম রেলওয়ের চিফ পিআরও বিনীত অভিষেক বলেন, “আমরা ট্রেন, স্টেশন এবং রেলওয়ে প্রাঙ্গণকে বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি দিই নির্দিষ্ট নীতির আওতায়। এই প্রথমবারের মতো যে বন্দে ভারত এক্সপ্রেসকে শুটিংয়ের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। একই ধরনের অনুমতি ভবিষ্যতেও দেওয়া হবে, তবে যাত্রীদের কোনো অসুবিধা যাতে না হয় তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, চলচ্চিত্র নির্মাণ থেকে প্রাপ্ত এই আয় রেলওয়ের সম্পদ উন্নয়নে ব্যয় করা হয়। পশ্চিম রেলওয়ে একটি সিঙ্গেল-উইন্ডো সিস্টেম ব্যবহার করে দ্রুত এবং সহজ অনুমোদনের প্রক্রিয়া নিশ্চিত করে।

ভারতীয় দর্শকদের ট্রেনের প্রতি ইতিবাচক এবং আবেগপূর্ণ সংযোগ থাকায় চলচ্চিত্রে ট্রেনের উপস্থিতি দৃশ্যগুলোকে আরও বাস্তব করে তোলে। চলতি আর্থিক বছরে পশ্চিম রেলওয়ে চলচ্চিত্র শুটিং থেকে প্রায় ১ কোটি টাকা আয় করেছে। এর আগে রেলওয়েমেন, গ্যাসলাইট, হিরোপান্তি ২, ব্রিদ ইনটু শ্যাডোজ, ওএমজি ২, এবং এক ভিলেন রিটার্নস-এর মতো চলচ্চিত্র ও ওয়েব সিরিজ পশ্চিম রেলওয়ের প্রাঙ্গণে শুটিং হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.