ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা। বিকেল সাড়ে ৪টের সময় বিস্তারিত দিনক্ষণ জানাবে নির্বাচন কমিশন।
বিকেলে বিজ্ঞান ভবনে রয়েছে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। সূত্রের খবর ৭ থেকে ৮ দফায় ভোট হতে পারে।
পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ুর দিন ঘোষণা হবে আজ। পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে, আসামে ১২৬টি বিধানসভা আসনে, কেরলে ১৪০টি বিধানসভা আসনে ও তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসনে ভোট হবে।
আরও পড়ুন : সিবিআই লেলিয়ে লাভ নেই, রুজিরাকে জেরায় বিজেপিকে খোলা হুঁশিয়ারি অভিষেকের
শুরুতে জল্পনা ছিল, ভোট ঘোষণা হবে মার্চের প্রথম সপ্তাহে। তা আরও জোরদার হয় সপ্তাহের প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে গিয়ে ৭ মার্চ ভোট হতে পারে বলে মন্তব্য করায়।
কিন্তু ফেব্রুয়ারির শেষেই ভোটের দিন ঘোষণার সিদ্ধান্ত নিল কমিশন।