235
কলকাতা: রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যায়, অস্ত্রোপচার হয় দুপুরে। রবিবার বিকেলের দিকে অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, পেটে অস্ত্রোপচার হয়েছে তাঁর।
রবিবার সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হাসপাতাল সূত্রে খবর মেলে, প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি হওয়ার পর তাঁর সিস্ট অপারেশন হয়েছে।
হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন বাইরে আসে বুলেটিনে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অস্ত্রচার শেষ হয়েছে সম্পূর্ণ সফল হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়।