একদিনে দেশে আক্রান্ত প্রায় ১২ হাজার

ডেস্ক: উৎসবের মরশুমেও অনেকটাই নিয়ন্ত্রণে দেশের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯০৩ জন। দেশে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে মৃত্যু হয়েছে ৩১১ জনের। এর মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া গোটা দেশ। আর সেই লক্ষ্যপূরণে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। আজ বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।  দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় কমল দেশের মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩১১ জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৫৯ হাজার ১৯১ জন।

আরও পড়ুন: ৭ জেলায় ২০-র নীচে নামল তাপমাত্রা


বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। যা গত ২৫২ দিনে সর্বনিম্ন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৭৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ১৫৯ জন।

Related posts

বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের একাংশের

রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার

মালদহে ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী, মঙ্গলে জোড়া সভা