কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪ রাউন্ড গুলি!

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ৪ রাউন্ড গুলি। এর পর গ্রেফতার করা হয় ওই যাত্রীকে। জানা যায়, ওই ব্যক্তি বিহারের বাসিন্দা।

সূত্রের খবর, বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময়, বিহারের বাসিন্দা মহম্মদ গালিবের হ্যান্ড ব্যাগ থেকে গুলি উদ্ধার হয়। বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন ওই যাত্রী। বিমানবন্দরে এক্স-রে মেশিনে লাগেজ চেকিংয়ের সময় ব্যাগে গুলি থাকার বিষয়টি সিআইএসএফের নজরে আসে।

বিমানবন্দর সূত্রে খবর, কী কারণে তাঁর ব্যাগে ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ রয়েছে, তার সঠিক কোনো সদুত্তর দিতে পারেননি ওই যুবক। এরপরই তাঁকে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানেও জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তি মায়ের সঙ্গে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলার কথা।

Related posts

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!

লোকসভা ভোটের কারণে কি জামিন পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? তাৎপর্যপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের