ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে কেএল রাহুল ইনিংস ওপেন করবেন, আর তিনি ব্যাট করবেন মিডল অর্ডারে। বৃহস্পতিবারের এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রোহিত।
পরিবারে নতুন অতিথি আসার কারণে প্রথম টেস্টে অনুপস্থিত ছিলেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে যশপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত পার্থ টেস্টে ২৯৫ রানে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেএল রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০১ রানের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ করেছিলেন রাহুল।
রোহিত বলেন, “কেএল ওপেন করবে এবং আমি মিডল অর্ডারে ব্যাট করব। এটা আমার জন্য সহজ নয়, কিন্তু দলের জন্য সেরা সিদ্ধান্ত এটিই।”
২০১৯ সালে টেস্টে ওপেনিং শুরু করার পর রোহিতের কেরিয়ার নতুন মোড় নেয়। তবে এই পরিবর্তন সম্পর্কে রোহিত বলেন, “বিদেশের মাটিতে কেএল যা দেখিয়েছে, তাতে সে নিজের ওপেনিং জায়গাটা প্রাপ্য।”
পার্থে ভারতের ঐতিহাসিক জয়ে রাহুল প্রথম ইনিংসে ৭৪ বল খেলে টিকে ছিলেন, যদিও দল ১৫০ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭৬ বল খেলে যশস্বীর সঙ্গে ২০১ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বী করেন ১৬১ রান।
দ্বিতীয় টেস্টে ভারত তাদের জয়ের ধারা বজায় রাখতে চায়, যেখানে রাহুলের ওপেনিং ভূমিকা এবং রোহিতের মিডল অর্ডারে অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে।