কলকাতা: গ্রেফতার আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।
শুক্রবার রাতেই কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। শনিবার সকালের দিকে পুলিশের নতুন টিম পৌঁছয় কৌস্তভের বাড়িতে। সকাল ৮টার কিছু আগে কৌস্তভকে নিয়ে বেরিয়ে যায় পুলিশের টিম।
পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪এ এবং ১২০বি ধারায় কৌস্তভকে গ্রেফতার করা হয়।
কৌস্তভকে গ্রেফতারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি। পথে নেমে প্রতিবাদ করবে”। কংগ্রেস।
কৌস্তভের দাবি, “প্রতিহিংসার রাজনীতি চলছে। মৌচাকে ঢিল মেরেছি। তাই আমার বাড়িতে পুলিশ”। কৌস্তভের বাবা কুশল বাগচীর অভিযোগ, অধীর চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল তাঁর ছেলে কৌস্তভ বাগচী সাংবাদিক বৈঠকে পাল্টা মন্তব্য করাতেই এই গ্রেফতার”।