ধর্নায় সরকারি কর্মীদের একাংশ। প্রতীকী ছবি
কলকাতা: সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া মহার্ঘভাতা (ডিএ) এবং স্থায়ী নিয়োগের দাবিতে তিন দিনের ধর্নায় বসছে নবান্নের সামনে। রবিবার, ২২ ডিসেম্বর বেলা ৩টে থেকে মঙ্গলবার, ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত মন্দিরতলা বাসস্ট্যান্ডে এই ধর্না চলবে।
দীর্ঘদিন ধরে ডিএ আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই সংগঠন। তাদের আরও দাবি, সরকারি প্রতিষ্ঠানে থাকা ৬ লক্ষ শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ধর্নাস্থলে সর্বোচ্চ ৪৫০ জন উপস্থিত থাকতে পারবেন এবং রাতের বেলায় মহিলাদের সেখানে রাখা যাবে না। ধর্না শেষে ১০ জনের একটি প্রতিনিধি দল মুখ্যসচিব বা অন্য কোনও আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে।
ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন রাজ্যের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।