125
শহরে বড়দিনের প্রস্তুতি। ছবি: রাজীব বসু
কলকাতা: আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, পরবর্তী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
রাজ্যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বড়দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও শীত কবে পুরোপুরি জাঁকিয়ে বসবে, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কয়েকদিনে ভালই দাপট ছিল ঠান্ডার। কলকাতা তো বটেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে। টক্কর চলেছে দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলির সঙ্গে। কিন্তু, নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে পারদ ফের ঊর্ধ্বমুখী।