কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতোর কারখানায় আগুন। ভস্মীভূত কারখানার একাংশ। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।
জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরই মধ্যে কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রাই কারখানার ছাদ ভেঙে নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করেন।
ওই কারখানার আশেপাশেও কয়েকটি কারখানা রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে যাওয়া হয়। তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, রবার কাটিংয়ের পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল।
আরও পড়ুন: এবার উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে সৃজিতকে
শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণীতে আগুন লাগে। লেনিন সরণীতে একটি বাড়িতে আগুন লাদে। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। পুরো এলাকা ভরে যায় ধোঁয়ায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এর আগে গত ৮ মার্চ স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে, আগুনের গ্রাসেই প্রাণ হারালেন কয়েকজন দমকলকর্মী। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।